১। বাংলাদেশের সোর্ড অব অনার পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কে- মারজিয়া ইসলাম।
২। বাংলাদেশে স্বাধীনতা দিবস পুরস্কার কবে থেকে প্রবর্তণ করা হয়- ১৯৭৭ সাল থেকে।
৩। বৃক্ষরোপনে জণগণকে উৎসাহিত করতে সরকার যে জতীয় পুরস্কার প্রচলন করেন তার নাম- প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার।
৪। বৃক্ষরোপনে জাতীয় পুরস্কার প্রবর্তণ করা হয়- ১৯৯২ সালে।
৫। অমর্ত্য সেন কোন বিষে গবেষণার জন্য নবেল পুরস্কার পান- দুর্ভিক্ষ ও দারিদ্র।
৬। এ পর্যন্ত কয়জন বাংলাদেশী নাগরিক এভারেস্ট চূড়ায় আরোহন করতে পেরেছেন- ৫ জন।
৭। এ পর্যন্ত কয়জন বাঙালী নোবেল প্রাইজ পেয়েছেন- ৩ জন।
৮। অ্যাঞ্জেলা গোমেজ কত সালে ম্যাগসেসে পুরস্কার পান- ১৯৯৯ সালে।
৯। সাংবাদিকতার জন্য একুশে পদক ২০১৬ পান- তোয়াব খান।
১০। স্বাধীনতা দিবস পুরস্কারের প্রবর্তক- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
Advertisements